গত ৩১ জানুয়ারি ২০২৫ ইং তারিখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নিউইয়র্কের ইয়ংকার্সে নেহা প্যালেসে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিল (BACC) তাদের ২০ বছর পূর্তি উপলক্ষে গালা ডিনার ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সরকারি প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণির অতিথিদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশে এ আয়োজন উদযাপিত হয়।
এমপাওয়ারিং ডেভেলপমেন্ট প্রজেক্ট (EDP) তাদের উদ্ভাবনী চিন্তা, মানবিক উদ্যোগ এবং কমিউনিটির প্রতি অবিচল সেবার স্বীকৃতিস্বরূপ “ইডিপি নন-প্রফিট অর্গানাইজেশন” হিসেবে বিশেষ সম্মাননা লাভ করে। নিউইয়র্ক স্টেট সিনেটর নাথালিয়া ফার্নান্দেজ এর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ইডিপির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আম্বিয়া বেগম।
পুরস্কার গ্রহণের পর আম্বিয়া বেগম, বোর্ড অফ ট্রাস্টি এবং BACC-এর এক্সিকিউটিভ কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, "এই সম্মান ইডিপির টিমের কঠোর পরিশ্রম, উদ্ভাবনী চিন্তা এবং কমিউনিটির প্রতি গভীর ভালোবাসার স্বীকৃতি। আমরা এই পথচলা আরও দূর পর্যন্ত নিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ।
অনুষ্ঠানে আমেরিকার মূলধারার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন মার্কিন কংগ্রেসম্যান জর্জ লাটিমার (১৬তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট), নিউ ইয়র্ক স্টেট সিনেটর শেলি মেয়ার (৩৭তম ডিস্ট্রিক্ট), নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান নাদার সাইয়েঘ (৯০তম ডিস্ট্রিক্ট) এবং ওয়েস্টচেস্টার কাউন্টি এক্সিকিউটিভ কেন জেনকিন্স।
গালা ডিনারের পরিবেশ ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। অনুষ্ঠানে কমিউনিটির ভবিষ্যত উন্নয়ন, সহযোগিতা এবং ঐক্যের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। ২০ বছর পূর্তি উদযাপনটি বাংলাদেশি আমেরিকান কমিউনিটির জন্য একটি অনুপ্রেরণামূলক ও স্মরণীয় মুহূর্ত হিসেবে গণ্য হয়েছে।
News Source:

Original News Link: Click Here