গতকাল সেপ্টেম্বর ২, ২০২৪ সোমবার ব্রুকলিনের চার্চ এভিনিউ কোম্পানীগন্জ ওয়েলফেয়ার সমিতি ভবনে, এম্পাওরারিং ডেভেলপমেন্ট প্রজেক্ট (ইডিপি) আয়োজিত মা ও শিশুদের “Entertainment & Prize Distribution” অনুষ্ঠান হল। উক্ত অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গগণ ও ইডিপির শুভাকাংখীরা উপস্থিত থেকে অনুষ্ঠান সম্পন্ন করেন। প্রাণবন্ত এই আয়োজনে পরিচালনা করেন ইডিপির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আম্বিয়া বেগম এবং সঞ্চালনা করেন ইডিপির কম্পিউটার ইনস্ট্র্যাক্টর জনাব জুবায়ের আব্দুল্লাহ। মূল্যবান বক্তব্য প্রদান করেন, জনাব ডাক্তার মজিবর হক এমডি, জনাব প্রফেসর সৈয়দ আজাদ, জনাব সাংবাদিক শহীদ উল্লাহ কাইছার, রাজনীতিবিদ জনাব সালেহ আহমেদ মানিক, জনাব জাহাংগীর সারোয়ার্দী প্রমুখ। বক্তারা সকলেই ইডিপির প্রতিষ্ঠাতা আম্বিয়া বেগমের উত্তোরত্তর সাফল্য কামনা করেন। শিশুদের বিনোদন দিয়ে শিক্ষা, খেলাধুলা, মায়েদের আনন্দ অধিকার ও উন্নয়ন ভাবনা নিয়ে ইডিপি অনুষ্ঠানের আয়োজন করেন। সবশেষে পুরস্কার বিতরণ ও মধ্যাহ্ন ভোজ শেষে অনুষ্ঠান সমাপ্ত হয়। #usa #EDP #বাংলাদেশEdpngo Ngo edpngo.org
News Source:
Original News Link: Click Here