EDP Computer Class
বর্তমান ডিজিটালাইজেশনের যুগে কম্পিউটার ব্যবস্হাপনা জানা অনস্বীকার্য। আর এর জন্য দরকার উন্নতমানের কম্পিউটার প্রশিক্ষণ। কারণ যাপিত জীবনে কম্পিউটার ব্যবহারের গুরুত্ব অপরিসীম। অ্যাম্পাওয়ারিং ডেভলপমেন্ট প্রজেক্ট ইনক্ (ইডিপি) নিম্নলিখিত কোর্স শুরু করেছেঃ
১।বেসিক কম্পিউটার,
২।কম্পিউটার অফিস ম্যানেজম্যান্ট,
৩।গ্রাফিক্স ডিজাইন,
৪।ওয়েব ডিজাইন,
৬।ডিজিটাল মার্কেটিং
তাছাড়া যেকোন একটি অনলাইন ভিত্তিক কাজ শিখে আপনি ঘরে বসে ফ্রিল্যানসিং করেও প্রচুর অর্থ আয় করতে পারেন।
যাদের কম্পিউটার ব্যবহার জানা নেই তাদেরকে আমরা অ্যাম্পাওয়ারিং ডেভলপমেন্ট প্রজেক্ট ইনক্ এর ব্যানারে কম্পিউটার প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করেছি। ইচ্ছুক উদ্যমীদের দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে সরাসরি সপ্তাহে দুইদিন ক্লাসের সুযোগ আছে। প্রতি শনিবার ও রবিবার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত।
স্বনির্ভর হতে আগ্রহীরা যোগাযোগ করুন।
৬১ চার্চ এভিনিউ, ব্রুকলিন, নিউইয়র্ক ১১২১৮।
ফোন: ৩৪৭ ৬২১ ৭৩৯৩