কোম্পানীগঞ্জ সমিতি ভবনে ১ মার্চ বার Empowering Develop ment Pro roject (EDP) এর কম্পিউটার ক্লাস উদ্বোধন করা হয়েছে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রকদিনের ডিস্ট্রিষ্ট-৩৯-এর কাউন্সিলর শাহানা হানিফ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ গিয়াস আহমেদ।
তিনি একাধারে এন্ডার হোম কেয়ারের সিইও, প্রাক্তন নিউইয়র্ক স্টেট সিনেটর ক্যান্ডিডেট, ফোবানার চেয়ারম্যান, জেবিবিএর প্রেসিডেন্ট ও আমেরিকা- বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট। প্রফেসর সৈয়দ আজাদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তারপর অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইডিপির ফাউন্ডার ও সেক্রেটারি আম্বিয়া বেগম। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নিউইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের সিনিয়র সায়েন্টিস্ট ড. জাহিদ দেওয়ান শামীম। সম্মানিত অতিথি ছিলেন আসালের প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি বোর্ড-৯-এর চেয়ারম্যান মাস্টার অব ল' মোহাম্মদ এন মজুমদার, বাংলাদেশি আমেরিকান সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি শহিদ উল্লাহ কায়সার, পিজিএন এডুকেশনের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আজাদ এবং বিশিষ্ট মর্টগেজ ব্যবসায়ী নাইম টুটুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইডিপির প্রেসিডেন্ট এম এস আলম এবং প্রাণবন্ত উপস্থাপনায় ছিলেন লুৎফুননেছা লুনা, আজিম হাসান ও প্রফেসর সৈয়দ আজাদ। ইডিপির স্বত্বাধিকারী আম্বিয়া বেগমের ভূয়সী প্রশংসা করে নিউইয়র্ক সিটি কাউন্সিলর শাহ- ানা হানিফ বলেন, এটা অত্যন্ত সাহসী উদ্যোগ। কারণ, সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এর কার্যক্রম চালাতে হবে। এ জন্য উদ্যোক্তাদের বহুদূর পথ পাড়ি দিতে হবে। ইডিপি যদি তার ভালো কাজের মাধ্যমে প্রমাণ করতে পারে, তারা সমাজের মানুষের জন্য খুব জরুরি, সে ক্ষেত্রে নিউইয়র্ক সিটি কাউন্সিল বা সরকারও সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। ইডিপি তার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করে শাহানা হানিফ তার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা ও পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, নিউইয়র্কের ব্রুকলিন কমিউনিটির উন্নতি তথা সমাজের মানুষের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইডিপির মতো প্রতিষ্ঠানের খুবই প্রয়োজন। এই প্রশিক্ষণ ঘরে বসে থাকা নারী ও পুরুষকে আত্মবিশ্বাসী ও স্বনির্ভর করে গড়ে তুলবে। ইডিপি ব্রুকলিনের গণ্ডি পেরিয়ে অন্যান্য দেশেও মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ এখন আরও পাঠক প্রিয়। আরও অধিক, কম্যুনিটি, বিজ্ঞাপনদাতা, লেখক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় ধন্য। আমরা অভিভূত, আমরা ঋদ্ধ, কৃতজ্ঞ।
News Source:
Original News Link: Click Here