Empowering Development Project Inc (EDP) ফান্ডরাইজিং ও সার্টিফিকেট বিতরণ উপলক্ষে নিউইয়র্কের চার্চ এভিনিউ কোম্পানীগন্জ সমিতি ভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Empowering Development Project Inc (EDP) ফান্ডরাইজিং ও সার্টিফিকেট বিতরণ  উপলক্ষে নিউইয়র্কের চার্চ এভিনিউ কোম্পানীগন্জ সমিতি ভবনে অনুষ্ঠানের আয়োজন করা  হয়।

Empowering Development Project Inc (EDP) ফান্ডরাইজিং ও সার্টিফিকেট বিতরণ উপলক্ষে নিউইয়র্কের চার্চ এভিনিউ কোম্পানীগন্জ সমিতি ভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গত ১৯শে অক্টোবর শনিবার, আপনাদের ঐকান্তিক সহযোগিতা ও সমর্থনে Empowering Development Project Inc (EDP) ফান্ডরাইজিং ও সার্টিফিকেট বিতরণ উপলক্ষে নিউইয়র্কের চার্চ এভিনিউ কোম্পানীগন্জ সমিতি ভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সিটি কাউন্সিলর শাহানা হানিফ সহ অনেক গুনী ও বিশিষ্ট ব্যাক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানে চমৎকার ছিল।সেখানে বক্তারা সকলেই EDP কে সফল ও কার্যকর একটি স্বেচ্ছাসেবী সামাজিক প্রতিষ্ঠান হিসাবে উল্লেখ করে একাত্ম ঘোষণা করেছেন।
EDP এর উপলক্ষে সকলের চমৎকার
বক্তব্য ছিল, যা EDP কে অনেক বেশি সম্মানিত করেছে এবং শক্তি জুগিয়েছে।
এজন্য EDP পক্ষ থেকে সম্মানিত অতিথি সকলকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
আপনার এমন সমর্থনই আমাদের শক্তি।
ধন্যবাদান্তে
আম্বিয়া বেগম
ফাউন্ডার এন্ড নির্বাহী পরিচালক(ইডিপি)।
ব্রুকলিন, নিউইয়র্ক ।

News Source:
Original News Link: Click Here