গত ১৯শে অক্টোবর শনিবার, আপনাদের ঐকান্তিক সহযোগিতা ও সমর্থনে Empowering Development Project Inc (EDP) ফান্ডরাইজিং ও সার্টিফিকেট বিতরণ উপলক্ষে নিউইয়র্কের চার্চ এভিনিউ কোম্পানীগন্জ সমিতি ভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সিটি কাউন্সিলর শাহানা হানিফ সহ অনেক গুনী ও বিশিষ্ট ব্যাক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানে চমৎকার ছিল।সেখানে বক্তারা সকলেই EDP কে সফল ও কার্যকর একটি স্বেচ্ছাসেবী সামাজিক প্রতিষ্ঠান হিসাবে উল্লেখ করে একাত্ম ঘোষণা করেছেন।
EDP এর উপলক্ষে সকলের চমৎকার
এজন্য EDP পক্ষ থেকে সম্মানিত অতিথি সকলকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
আপনার এমন সমর্থনই আমাদের শক্তি।
ধন্যবাদান্তে
আম্বিয়া বেগম
ফাউন্ডার এন্ড নির্বাহী পরিচালক(ইডিপি)।
ব্রুকলিন, নিউইয়র্ক ।
News Source:
Original News Link: Click Here