এ্যাম্পাওয়ারিং ডেভেলপমেন্ট প্রজেক্ট (ইডিপি) ইনক

এ্যাম্পাওয়ারিং ডেভেলপমেন্ট প্রজেক্ট (ইডিপি) ইনক

এ্যাম্পাওয়ারিং ডেভেলপমেন্ট প্রজেক্ট (ইডিপি) ইনক

এ্যাম্পাওয়ারিং ডেভেলপমেন্ট প্রজেক্ট (ইডিপি) ইনক এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা।
আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের কম্পিউটার শিক্ষার্থীরা সফলভাবে ২৪ সপ্তাহের কম্পিউটার বেসিক ও ম্যানেজমেন্ট কোর্স সম্পন্ন করেছে। আমরা তাদের মাঝে সার্টিফিকেট বিতরণ এবং সাথে সাথে ফান্ডরাইজিং প্রোগ্রাম আগামী ১৯শে অক্টোবর, ২০২৪ শনিবার সন্ধ্যা ৬.00 টায় (সন্ধ্যা ৬ টা থেকে ৯ টা) করতে যাচ্ছি। আপনাদের সানুগ্রহ উপস্থিতি ও সহযোগিতা আমাদেরকে অনুপ্রাণিত করবে।
ভেন্যু: ৬১ চার্চ এভিনিউ (কোম্পানীগঞ্জ সমিতি ভবন) ব্রুকলিন, NY 11218।

News Source:
Original News Link: Click Here