এ্যাম্পাওয়ারিং ডেভেলপমেন্ট প্রজেক্ট (ইডিপি) ইনক এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা।
আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের কম্পিউটার শিক্ষার্থীরা সফলভাবে ২৪ সপ্তাহের কম্পিউটার বেসিক ও ম্যানেজমেন্ট কোর্স সম্পন্ন করেছে। আমরা তাদের মাঝে সার্টিফিকেট বিতরণ এবং সাথে সাথে ফান্ডরাইজিং প্রোগ্রাম আগামী ১৯শে অক্টোবর, ২০২৪ শনিবার সন্ধ্যা ৬.00 টায় (সন্ধ্যা ৬ টা থেকে ৯ টা) করতে যাচ্ছি। আপনাদের সানুগ্রহ উপস্থিতি ও সহযোগিতা আমাদেরকে অনুপ্রাণিত করবে।
ভেন্যু: ৬১ চার্চ এভিনিউ (কোম্পানীগঞ্জ সমিতি ভবন) ব্রুকলিন, NY 11218।
News Source:
Original News Link: Click Here