যুক্তরাষ্ট্রের ব্রুকলিন ডিস্ট্রিক্ট-৩৯ সিটি কাউন্সিলর শাহানা হানিফ এম্পাওয়ারিং ডেভেলপমেন্ট প্রজেক্ট (ইডিপি) পরিদর্শন করেছেন। এ সময় সংস্থার প্রতিষ্ঠাতা ও সচিব আম্বিয়া বেগম এবং সমন্বয়কারী উর্মি তাহমিনা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
কাউন্সিলর শাহানা হানিফ প্রতিষ্ঠানটি ঘুরে ঘুরে দেখেন ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে পরিচিত হন। এ সময় ইডিপির কম্পিউটার প্রশিক্ষক জুবায়ের আব্দুল্লাহ স্বাগত বক্তব্যে তাদের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন।
প্রশিক্ষণার্থীরা তাদের লব্ধ জ্ঞান পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন। কাউন্সিলর শাহানা হানিফ প্রশিক্ষণার্থীদের উপস্থাপনা দেখে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে কম্পিউটার ব্যবহার জানা সবার জন্য অপরিহার্য।
তিনি বলেন, শনি ও রোববারে এই কাজটি করা সত্যিই প্রশংসার দাবি রাখে। এ বিষয়ে সরকার নানা সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে। ফলে আমাদের কমিউনিটি আরও সমৃদ্ধ হবে। তিনি প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করার জন্য মাঝে মাঝে আসবেন বলে আশ্বাস দেন।
ইডিপির প্রতিষ্ঠাতা ও সচিব আম্বিয়া বেগম সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে রেখেছেন। তিনি বলেন, নিজ অর্থায়নে প্রতিষ্ঠানটি পরিচালনা করে যাচ্ছি। অনেক প্রতিকূলতা আর সংগ্রামের ফসল এই ইডিপি যা নিইউয়র্ক স্টেটের আইন-কানুন মেনে প্রতিষ্ঠা করা হয়েছে। কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে ডিজিটালাজেশনের যুগে শিক্ষার্থীরা শিখতে পারছে অনেক অজানা বিষয়
তিনি বলেন, আমাদের এই প্রতিষ্ঠানে কিছু ষাটোর্ধ্ব শিক্ষার্থী রয়েছেন। যারা কম্পিউটারের মাউস ধরতে জানতেন না। আজকে তারা এই প্রশিক্ষণ নিয়ে অনেক কিছু শিখতে ও জানতে পেরেছেন।
আম্বিয়া আরও বলেন, আমাদের উদ্দেশ্য প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও সচেতন জনবল গড়ে তোলা। যদি সমাজের উচ্চবিত্ত ও দানশীল ব্যক্তি ইডিপির প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে ভবিষ্যতে আরও ভালো কাজ করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
News Source:
Original News Link: Click Here