Ambia Begum Antara awarded Freedom Award as a woman entrepreneur

Ambia Begum Antara awarded Freedom Award as a woman entrepreneur

Ambia Begum Antara awarded Freedom Award as a woman entrepreneur

আম্বিয়া বেগম অন্তরা নারী উদ্যোক্তা হিসেবে স্বাধীনতা পদকে ভূষিত |

সম্প্রতি সিটি সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে কচিকাঁচা মিলনায়তনে। দেশবরেণ্য ১০ জন গুণী ব্যক্তিকে স্বাধীনতা সম্মাননা পদকে ভূষিত করা হয়। এদের মধ্যে অন্যতম হলেন বৃহত্তর কুষ্টিয়া জেলার মেহেরপুর সদর থানার কালাইভাঙ্গা গ্রামের বিশিষ্ট সমাজসেবক, সফল ব্যবসায়ী নারী উদ্যোক্তা, অন্তরা বুটিকের ব্যবস্থাপনা পরিচারক আম্বিয়া বেগম অন্তরা। আম্বিয়া। বেগম অন্তরা মেহেরপুর জিলা স্কুল থেকে এসএসসি এবং তিতুমীর কলেজ ঢাকা থেকে এইচএসসি এবং ডিগ্রি পাস করেন। লেখাপড়ার পাশাপাশি তিনি স্বনির্ভর হওয়ার জন্য স্বপ্ন দেখেন এবং বিভিন্ন স্থান থেকে ব্যবসার প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তিনি ঢাকার রামপুরায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের গড়ে তোলেন। রাজধানীর বিভিন্ন ব্যবসায়ী এবং ক্রেতাদের নিকট জনপ্রিয় হয়ে উঠে আম্বিয়া বেগম অন্ত রার প্রতিষ্ঠানের পণ্য। শুধু বাংলাদেশের নয় বরং আমেরিকা, লন্ডনসহ বিশ্ববাজারে ছড়িয়ে পড়ে আম্বিয়া বেগম অন্তরায় প্রতিষ্ঠানের সুনাম।

১৭ মে তিনি ব্যবসা বিস্তারের জন্য মালয়েশিয়া, থাইল্যান্ড এবং সিঙ্গাপুর সফর শেষে ২৪ মে দেশে ফিরে আসেন। ২৪ মে জিয়া আন্ত জাতিক বিমানবন্দরে ল্যান্ড করার পর বিশিষ্ট ব্যবসায়ী নূরী- ই-হেলাল, সাংবাদিক জাহাঙ্গীর আলম এবং সাংবাদিক কন্যা জান্নাতুল ফেরদৌস জুঁই ফুল দিয়ে অন্তরাকে শুভেচ্ছা জানায়। এই সফল ব্যবসায়ী, সমাজসেবক, দানবীর, নারী উদ্যোক্তাকে বিটিআরসির সাবেক চেয়ারম্যান এবং বিচারপতি হাবিবুর রহমান খান স্বাধীনতা সম্মাননা পদকে ভূষিত করেন। তিনি সালেহা চৌধুরী এবং সৈয়দ আলী ফরাজির কন্যা। আম্বিয়া বেগম অন্তরা খুব শিগগিরই তুরস্ক এবং আমেরিকায় বাণিজ্য মেলায় অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। প্রথমে তুরস্ক বাণিজ্যমেলায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন। উল্লেখ্য যে, থাইল্যান্ড সফর শেষে বাংলাদেশে ফেরার পর ১৭ জুলাই থাইল্যান্ডের মার্চেন্ট কোম্পানি লি. নির্বাহী পরিচালক মি. বানজান রিথিথষ্ট অন্তরার ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের পণ্য পছন্দ হওয়ায় তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেন। মি, বানজান রিথিথষ্ট তার সাথে ব্যবসা করার আশ্বাস দেন এবং অন্তরার প্রতিষ্ঠানের পণ্যের অর্ডার গ্রহণ করেন।

এখানে আরো উল্লেখ্য যে, আম্বিয়া বেগম অন্তরা শুধু একজন সফল ব্যবসায়ী এবং নারী উদ্যোক্তাই নয় বরং সমাজসেবার ক্ষেত্রেও তিনি পিছিয়ে নেই। তার প্রতিষ্ঠানে অসংখ্য মেয়েদের চাকরি দিয়ে যেমন মেয়েদের বেকারত্ব দূর করছেন, তাদেরকে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করছেন ঠিক তেমনি আম্বিয়া বেগম অন্তরা ২৪ মে ২০০৮ থাইল্যান্ড, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর সফর শেষে জিয়া আন্ত জাতিক বিমান বন্দরে এসে পৌঁছলে আম্বিয়া বেগম অন্তরাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় সাংবাদিক কন্যা জান্নাতুল ফেরদৌস জুই তিনি সমাজের বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করছেন। তিনি মানবসেবা করে অসহায়, অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের মুখে হাসি ফোটাতে চান। তিনি এলাকাবাসী এবং দেশবাসীর নিকট দোয়া প্রার্থী। আম্বিয়া বেগম অন্তরার দক্ষতা, সফলতা,যোগ্যতা যাচাই করে শেরে-বাংলা গবেষণা পরিষদ শেষে-বাংলা স্বর্ণপদক দেওয়ার ঘোষণা দিয়েছে। তিনি শিগগিরই শেরে- বাংলা স্বর্ণপদকে ভূষিত হতে যাচ্ছেন। আম্বিয়া বেগম অন্তরার মতো নারীর প্রয়োজন আছে এই সমাজে। তিনি তার জীবনে সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন এটাই এলাকাবাসীর কাছে আশীর্বাদস্বরূপ। আম্বিয়া বেগম অন্তরা এগিয়ে যাবে সকলকে সাথে নিয়ে। একদিন পৌছাতে সক্ষম হবে সাফল্যের সোনালি চূড়ায়। আমরা সে প্রত্যাশিত সোনাঝরা সকালের প্রতীক্ষা করছি। যেদিন দুঃখ, দারিদ্র্য, ক্ষুধার জ্বালা দূর করে সমাজের প্রতিটি মানুষের মুখে হাসি ফুটাবে আম্বিয়া বেগম অন্ত রা। বাংলার প্রতিটি গ্রামে কমপক্ষে একজন করে আম্বিয়া বেগম অন্তরার জন্য হোক এটাই আমাদের প্রত্যাশা।


News Source:
Original News Link: Click Here